স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর পুরানবাজারে চুরি ছিনতাই ও বিভিন্ন অপকর্ম নির্মূলে পুরানবাজার পুলিশ ফাড়ির অভিযান অব্যহত রয়েছে। পুরানবাজারের বিভিন্ন এলাকায় পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে চিহ্নিত ৫ চোরকে আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু করে বুধবার ভোড় পর্যন্ত পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, পূর্ব শ্রীরামদীর জামাল বেপারীর ছেলে নুরুল আমিন (২৫), দোকান ঘরের আবুল বেপারীর ছেলে কামাল (২৪), বহরিয়ার সফিক মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২২), পুরানবাজার কবরস্থান রোডের বাদশার ছেলে পারবেজ (১৮), হরিসভার দেলুর ছেলে আরিফ (১৮)। আটককৃতদের চুরি মামলায় আসামি দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর শহরে দিনে দুপুরে ঘটে যাওয়া বেশ কিছু চুরির ঘটনায় নড়েচরে বসেছে পুলিশ বাহিনী। সম্প্রতি চলমান চাঁদপুর শহরের বিভিন্ন অপকর্ম রোধে মডেল থানায় পুলিশ সুপারের জরুরী বৈঠকের পর অপরাধিদের ধরতে অনেকটা আধা জল খেয়ে মাঠে নেমেছে পুলিশ। অপরাধ নির্মূলে পুলিশ সুপার শামছুর নাহার রাত ১০টার পর দোকান পাট বন্ধ করা সহ গুরুত্বপূর্ন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করেন। প্রতিদিন মডেল থানা,নতুনবাজার পুলিশ ফাড়ি ও পুরানবাজার পুলিশ ফাড়ি পৃথক পৃথক ভাকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপরাধিদের গ্রেফতার করছে। জানা গেছে. জেলার বাইরের বেশ কিছু চোর চক্র শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থেকে স্থানীয় চোরদের সহযোগীতায় শহরের বেশ কিছু যায়গায় চুরির ঘটনা সংঘঠিত করেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।