শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারে আর্ন্তজাতিক ক্রিকেট খেলার জয় পরাজয় নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রমরমা ক্রিকেট জুয়া চলছে। নিরবে এ ক্রিকেট জুয়া খেলে নিঃশ্ব হয়ে যাচ্ছে পুরানবাজারের যুবসমাজ। চাঁদপুরে সবচেয়ে বেশি ক্রিকেট জুয়া হচ্ছে পুরানবাজারের মেরকাটিজ রোড, রয়েজ রোড, নিতাইগঞ্জ রোড, লোহার পুল, দাসপাড়া ও হরিসভা এলাকায়। আইপিএল, বিপিএল ও চলমান অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ খেলায় কোন দল হারবে কোনদল জিতবে,কে কত রান করবে এ নিয়ে চলছে দর কষাকষির রমরমা ক্রিকেট জুয়া। প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জুয়ারিরা বিভিন্ন চায়ের দোকানের সামনে দাড়িয়ে থেকে সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ্যে জুয়ার রেট নিয়ে দর কষাকষি করতে দেখা যায়। পুরানবাজারের মেরকাটিজ রোডের নজুর চায়ের দোকানে প্রতিদিন গভীর রাত পর্যন্ত জুয়ারিরা বসে থেকে জুয়া খেলছে। ঐ চায়ের দোকানের টিভিতে চলমান খেলা নিয়ে প্রতিদিন জুয়ার আড্ডা বসছে। এর পূর্বে পুরানবাজার পুলিশ ফাড়ি বহুবার ঐ দোকানে এ জুয়া খেলাকে কেন্দ্র করে দোকানের টিভি ও দোকানী নজুকে আটক করে। তবুও বন্ধ হয়নি ঐ দোকানের জুয়ার আসর। এদিকে এ জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিদিন এলাকায় চুরি,ছিনতাই বেড়েই চলেছে। জুয়ার টাকা জোগার করতে জুয়ারিরা পাগলের মতো হয়ে এসব অপকর্ম করে যাচ্ছে। এদিকে কিছুদিন পূর্বে জুয়ার টাকা পরিশোদ করতে না পেরে এক সেলুন কর্মচারী গলায় ফাস দিয়ে আত্বহত্যা করে। এছারা এ জুয়ার টাকা পরিশোদ করতে না পেরে অনেকেই শহর ছেড়ে অনত্র চলে গেছে। এদিকে জুয়ারির চাইতে দালালরা লাভবান বেশি। প্রতি ১০ হাজার টাকা বাজিতে মিডিয়া করে ৫শ টাকা করে নিচ্ছে দালালরা। এতে অনেকের আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। এদিকে প্রতিনিয়ত এ জুয়া মহামারি রুপ ধারন করছে । প্রশাসন এ ব্যপারে কঠোর ব্যবস্থা গ্রহন না করলে এ জুয়া খেলা কেন্দ্র করে যে কোন মুহুর্তে বড় ধরনের ক্রাইম ঘটার আশংঙ্খা রয়েছে।