ফাহিম শাহরিন কৌশিক:-
চাঁদপুরে শহরের পুরানবাজারে কয়েকটি পয়েন্টে জমজমাট জুয়ার আসর চলে আসছে। রাজনৈতিক ছত্যছায়া থেকে জুয়ারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুরানবাজার ফাঁড়ি পুলিশ নীরব ভূমিকায় থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানাযায় পুরানবাজারের রয়েজ রোড, নিতাইগঞ্জ, কয়লাঘাট, পুরান ফায়ার সার্ভিস ও পশ্চিম বাজার এলাকায় সহ বেশ কয়েকটি পয়েন্টে এ জুয়ার আসর চলে আসছে। পুরানবাজারে রাতভর জুয়া সংগঠিত হওয়ায় কারণে চুরি ছিনতাই রাহাজাণী মাদক বিক্রি বেড়েই চলছে। পুরানবাজার ফাঁড়ি পুলিশ জুয়ার বিষয়টি অবগত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কারণে দিনেপর দিন এই জমজমাট জুয়ার আসর চলে আসছে। জুয়ারিরা প্রতিদিন ল ল টাকা জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। পুরানবাজার সহ বিভিন্ন এলাকা থেকে জুয়ারিরা সি.এন.জি যোগে এসকল পয়েন্টে এসে রাতভর জুয়া খেলা মেতে উঠে। সম্প্রতিকালে রয়েজ রোডে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দুপরে মধ্যে সঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারপরেও প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় পুরানবাজারের সচেতন নাগরিক জনমনে প্রশ্ন উঠে এসেছে জুয়ারিদের খুটির জোর কোথায় কী করণে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। পুরানবাজারে এজুয়ার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। জুয়ার টাকা যোগাতে ছুরি, ছিনতাই ও মাদক বিক্রি দিন দিন বেড়েই যাচ্ছে। এই ব্যাপারে পুরানবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন মাদক ও জুয়া প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এলাকা সচেতন মহলের অভিমত সংশ্লিষ্ট প্রশাসন যদি পুরানবাজারে এসকল জুয়ারিদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করে তাহলে পুরানবাজারে কমে অপরাধ প্রবণতা। রা পাবে সাধরাণ জনগণ।