শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারের ১২ বছরের সাজাপাপ্ত জেল খাটা আসামি তৃতীয় শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানি করার খবর পাওয়া গেছে। ঘটনার পরেই পুরানবাজার ফাঁড়ির পুলিশ লম্পট নজু ছৈয়াল(৪০)কে মেরকাটিছ রোড থেকে আটক করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মডেল থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করেছে।
জানা যায়, পুরানবাজার মেরকাটিছ রোডের চিহ্নিত জুয়ারী ইয়াবা ব্যাবসায়ি লম্পট নজু ছৈয়াল দির্ঘদিন যাবত তার দোকানে বসে বিভিন্ন অপকর্ম সংঘটিত করে আসছে। গত মঙ্গলবার রাত ৮টায় মেরকাটিছ রোডের মুছলিম মিদ্দার ভাড়াটিয়া অটো চালক ইমন হোসেনের ১০ বছরের মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী পাইভেট পড়ে বাসায় রওনা হয়। এ সময় মেরকাটিছ রোডের চিহ্নিত জুয়ারী ইয়াবা ব্যাবসায়ি লম্পট নজু ছৈয়াল তার দোকান থেকে বেড় হয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে দোকানের পিছনে চিপা গলিতে নিয়ে অন্ধকারে নিয়ে জোড় করে যৌন হয়রানি করে। এসময় স্কুল ছাত্রীর ছোট ভাই জুবায়ের এই দৃর্শ দেখে চিৎকার করে। লম্পট নজু ছৈয়াল জুবায়েরকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে লোকজন চলে আসলে লম্পট নজু ছৈয়াল তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরেই স্কুল ছাত্রীর মা ফাতেমা বেগম পুরানবাজার ফাড়িতে এসে জানায়। পরে পুরানবাজার ফাঁড়ির এসআই জাহাঙ্গির আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নজু ছৈয়ালকে আটক করে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নজু ছৈয়াল পুরানবাজারে বোমা বানাতে গিয়ে বিস্পরনে তার ২ সঙ্গি মারা যায়। সেই মামলায় সে ১২ বছর সাজা খেটে জেল থেকে বেড় হয়ে আবারো এলাকায় মাদক বিক্রী শুরু করে। কয়েক মাস পূর্বে তাকে মাদকসহ পুলিশ আটক করে। আবারো তৃতীয় শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় পুরানবাজার ফাঁড়ির পুলিশ লম্পট নজু ছৈয়াল(৪০)কে মেরকাটিছ রোড থেকে আটক করে আদালতে প্রেরন করে।