শরীফুল ইসলাম ॥
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার বিভিন্ন স্থানে ফরমালিন অভিযান চালানো হয়। গতকাল শনিবার সকাল ১১টা থেকে চাঁদপুর পৌরসভার উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। প্রথমে পুরানবাজার দুধ ব্যবসায়ীদের দুধে ফরমালিন ও ভেজাল দুধ পাওয়ায় তাৎক্ষণিক ৭০ থেকে ৮০ লিটার দুধ বিনষ্ট করা হয় এবং সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে ভেজাল দুধ মার্কেটে সরবরাহ করা হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী অভিযান চালানো হয় পুরান বাজারে ফল ব্যবসায়। সেখানে ফরমালিন মেশিন দিয়ে পরীক্ষা করলে আম ও মাল্টায় মাত্রাতিরিক্ত হারে ফরমালিন পাওয়া যায়। আমে ৪.৩৩ পয়েন্ট ফরমালিন ও মাল্টায় ৩.৮৬ পয়েন্ট ফরমালিন পাওয়া গেছে। যার মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। ফরমালিনযুক্ত ফল বিক্রি না করতে বলা হয় এছাড়া ভবিষ্যতে ফলে ফরমালিন পাওয়া গেলে কঠোর শাস্তির প্রদান করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, পৌরসভার স্বাস্থ্য বিষয়ক চেয়্যারমেন ফরিদা ইলিয়াস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সাবেক পৌর স্যানিটারী ইন্সপেক্টর সুধাশং মজুমদার। পৌর কর্মকর্তাগণ জানায়, এ ফরমালিন অভিযান পবিত্র ঈদুল ফিতরের পূর্ব পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।