শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজার দাসপাড়ায় সংখ্যালগু পরিবারের সম্পত্তি দখল করায় ঘটনায় পৌরসভায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে মহিলা সহ ৩ জনকে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অঞ্জন দাস বাদী হয়ে হামলাকারী পাশা বেপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
ঘটনার বিবরনে জানা যায়, দাসপাড়ার নির্মল দাসের বাড়ির মৃত নিরঞ্জন দাসের ছেলে অঞ্জন দাসের সম্পত্তি বেপারী বাড়ির আবুল খায়ের বেপারীর ছেলে পাশা বেপারী জোর পূর্বক দখল করে টয়লেট নির্মান করে। সম্পত্তি দখল মুক্ত করতে সম্পত্তির মালিক অঞ্জন দাস চাঁদপুর পৌরসভায় মেয়র নাছির উদ্দিন আহমেদের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকবার জায়গা মাপার শেষে অঞ্জন দাসের সম্পত্তি নিশ্চিত হওয়ার পর পৌর কতৃপক্ষ পাশা বেপারীকে জায়গা ছেড়ে দেওযার জন্য নির্দেশ দেয়। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অঞ্জন দাস তার ২য় তলার বাড়ির সেনেটারীর কাজ করার সময় ইটের কনা পাশে দখলকৃত টয়লেটের চালে পরে। এ তুচ্ছ ঘটনাকে পুজি করে পূর্বের প্রতিশোধ নিতে পাশা বেপারী দলবল নিয়ে অঞ্জন দাসের বাড়িতে ঢুকে ২জন মিস্ত্রিকে মারধর করে। এসময় অঞ্জন স্ত্রী ও মা প্রতিবাদ করলে তাদের উপরও হামলা চালায়। হামলায় ২ রাজমিস্ত্রি সহ মা মনোরমা দাস মারত্মক ভাবে আহত হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সংখ্যালুগু পরিবাররা। সংখ্যালগুদের উপর হামলার ঘটনায় হিন্দু,বোদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্ত বিচার দাবী করেন।