শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজার ১নং ঘাট ডাকাতিয়া নদীর পাড়ে জুয়ার ঘরে অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ৯টায় নির্বহী ম্যাজিষ্ট্রেট রাশেদ কামাল আদালত বসিয়ে ১০ জনকে ৮ দিন ও ২ জনের ১ মাসের কারদন্ড প্রদান করেন এবং ২ জনকে ১২শত টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, পুরানবাজার ১নং ঘাট ডাকাতিয়া নদীর পাড়ে ঘরে দীর্ঘদিন যাবত রহমতপুর কলোনী বাচ্চু ভূইয়া, ৫নং কয়লা ঘাটের ইব্রাহিম বেপারীর ছেলে আরব আলী ও সোহেলুর রহমান হজু বেপারী পার্টনারে দীর্ঘদিন যাবত জুয়ার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বহী ম্যাজিষ্ট্রেট রাশেদ কামাল পুরানবাজার ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম ও নৌ পুলিশ কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযান কালে জুয়ার টাকা তাস সহ ১৩জনকে হাতেনাতে আটক করে। আটককৃতদের মধ্যে মধ্য শ্রীরামদীর নূর মোহাম্মদ এর ছেলে শফিক গাজী, হাজীগঞ্জের সুবিদপুরের দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল, নাজিম উদ্দিন এর ছেলে লোকমান হোসেন আব্দুল লতিফের ছেলে আজিজুর রহমান, পুরানবাজার কয়লা ঘাটের আদম আলী ঢালীর ছেলে মজু ঢালী, হাজীগঞ্জের কোরবান আলীর ছেলে মুকবুল হোসেন, ৫নং কয়লা ঘাটের ইব্রাহিম বেপারীর ছেলে আরব আলী, বড় ষ্টেশন রোডের ফারুকের ছেলে শাহজাহান, যমুনা রোডের খালেক বকাউল এর ছেলে সেলিম বকাউল, বাকিলি পট্টির আব্দুর রহমানের ছেলে মোঃ সেলিম কে সহ ৯ জনকে ৮ দিনের কারাদন্ড ও জুয়ার ভোডের মালিক বাচ্চু ভূইয়া, ৫নং কয়লা ঘাটের ইব্রাহিম বেপারীর ছেলে আরব আলীকে ১ মাসের কারাদন্ড প্রদান করে।