চাঁদপুর শহরের পুরানবাজারে দীর্ঘ ৫ বছর পর আবারো রক্তক্ষর্য়ী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শান্ত পুরানবাজার অশান্ত হওয়ায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ব্যাপক ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও হামলা চালিয়ে প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটিয়েছে। পুরানবাজারে ত্রিমুখী সংঘর্ষে গত দুদিন ব্যাপক ক্ষয়খতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুরানবাজার ফাঁড়ি পুলিশ মডেল থানা পুলিশ ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কামরুনাহার, মডেল থানা ওসি এইচ এম এনায়েদ উদ্দিন পিপিএম, পৌর মেয়র নাছির উদ্দিন সহ অনান্য নেতৃবিন্দরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। গতকাল শনিবার রাতে আবারো দুগ্রুফের মাঝে সংঘর্ঘের আংশকা দেখা দেয়। খবর পেয়ে পুলিশের টহল টিম এসে মেরকাটিজ রোড ও নতুন রাস্তায় এসে অবস্থান নেয়। জানা যায়, বাংলাদেশ ভারত ক্রিকেট খেলার জয় পরাজয় নিয়ে পুরানবাজারে মেরকাটিজ রোড নতুন রাস্তা ও বৌ বাজার এলাকায় যুবকদের ক্রিকেট জুয়ার বাজি ধরা হয়। জুয়ার টাকা না দেওয়ায় দুপক্ষের মাঝে বাকবিদন্ড ও ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। শুক্রবার তারাবি নামাযের পর নতুন রাস্তা ও কবরস্থানের রোডের যুবকরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মেরকাটিজ রোডের প্রায় ১৫ হতে ২০টি দোকানে ও বসতঘর ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ আসার পরেও সংঘর্ষ বৃদ্ধমান থাকে। পরে চাঁদপুর মডেল থানা, ডিবি পুলিশ ও পুলিশ লাইনের অতিরিক্ত ডাঙা পুলিশ এসে অবস্থান নেয়। রাত ১টায় পুলিশের টহল টিম পুরানবাজার থেকে চলে যাওয়ার পর মেরকাটিজ রোডের যুবকরা কবরস্থান রোডে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালয়। সেই ঘটনার জের ধরে কবরস্থান রোডের যুবকরা বৌ-বাজার এলাকায় গত শনিবার দুপুরে সন্ত্রাসী তান্ডব চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে ব্যাপক লুটতরাজ করে। পুরানবাজারে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন মামলা দায়ের করা হয়নি। অশান্ত পুরানবাজার শান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলের নেতিবৃন্দরা উভয়পক্ষকে নিয়ে সমজতায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে চাঁদপুর শহরের পুরানবাজারের আইনশৃঙ্খলা স্বভাবিক থাকে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী পুরুষ ও মহিলা জানায়, ক্রিকেট জুয়ার টাকা নিয়ে কবরস্থান রোডের রাসেল পাটওয়ারী নেতিত্বে বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতির্কিত ভাবে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। শুক্রবার রাতে দুপক্ষের মাঝে সংঘর্ষে জড়িয়ে পরলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল, ও রাবারবুলেট নিক্ষেপ করেন। ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার ওসি এইচ.এম এনায়েত উদ্দিন পি.পিএম পুরানবাজারে এসে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার দুপুরে কবরস্থান রোডের যুবকরা বৌ-বাজার এলাকায় প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। বৌ-বাজারের যুবকরা মেরকাটিজ রোডের যুবকদের সাথে এক হয়ে এই হামলা করেছে অপবাদ দিয়ে কবরস্থান রোডের যুবকরা পাল্টাপাটা হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুরানবাজারের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে যা যা প্রয়োজন তা করা হবে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃশাান্তমূলক শাস্তি প্রদান করা হবে। যাতে করে এই ধরনের অনাকাঙ্কিত ঘটনা ভবিষ্যতে না ঘটতে পারে।এই রিপোর্ট লেখা পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বৃদ্ধমান রয়েছে।