স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর পুরানবাজারে দাসপাড়ায় ঘাস ফড়িং সামাজিক সংঘঠনের আত্বপ্রকাশ হয়েছে। গত বুধবার বিকেল ৫ টায় দাসপাড়া নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিজয় দিবসে বেলুন উড়িয়ে সংঘটনের আত্বপ্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ দিদার, কামাল পাশা, লিটন সাহা, রাজিব দে,শুভ সাহা, প্রশান্ত দাস, শুভ্রত দাস, সজল দাস, অভি দাস, রাহুল দাস, রাজু দে, মানিক দাস, শিপন, শাওন, শুভংকর, জয়দেব প্রমুখ। আগামি ১৭ ডিসেম্বর সংঘটনের পক্ষ থেকে প্রায় ৪০ জন সদস্য বান্দরবান বনভোজনে যাচ্ছে। এ মাসেই সংঘটনের পক্ষ থেকে দুঃস্থ গরিব শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হবে। এছারা সংঘটনের পক্ষ থেকে নুরিয়া পাইলট স্কুলের দেয়ালে পত্রিকা স্ট্যান্ড তৈরী করা হয়েছে।
পুরানবাজার দাসপাড়ায় ঘাস ফড়িং সামাজিক সংঘটনের আত্বপ্রকাশ
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পুরানবাজারে দাসপাড়ায় ঘাস ফড়িং সামাজিক সংঘঠনের আত্বপ্রকাশ হয়েছে। গত বুধবার বিকেল ৫ টায় দাসপাড়া নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিজয় দিবসে বেলুন উড়িয়ে সংঘটনের আত্বপ্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ দিদার, কামাল পাশা, লিটন সাহা, রাজিব দে,শুভ সাহা, প্রশান্ত দাস, শুভ্রত দাস, সজল দাস, অভি দাস, রাহুল দাস, রাজু দে, মানিক দাস, শিপন, শাওন, শুভংকর, জয়দেব প্রমুখ। আগামি ১৭ ডিসেম্বর সংঘটনের পক্ষ থেকে প্রায় ৪০ জন সদস্য বান্দরবান বনভোজনে যাচ্ছে। এ মাসেই সংঘটনের পক্ষ থেকে দুঃস্থ গরিব শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হবে। এছারা সংঘটনের পক্ষ থেকে নুরিয়া পাইলট স্কুলের দেয়ালে পত্রিকা স্ট্যান্ড তৈরী করা হয়েছে।