স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর পুরানবাজার বিজয় উৎসব মেলায় অলম্পিক সাকার্স প্রদর্শিত করতে গিয়ে এক মেয়ে কর্মী উপরে তারে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়েছে। আজ রবিবার রাত্ ৮টায় সার্কাস প্রদর্শন করতে গিয়ে মেয়ে কর্মী উপরে উঠে ঘূর্ণি দেওয়ার সময় হঠাৎ তারের সাথে লেগে এই ঘটনা ঘটে। এসময় দর্শনার্থীদের মধ্যে উদবেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। দীর্ঘ সময় সার্কাস মেয়ে কর্মী উপরে তারের সাথে ঝুলন্ত থাকার পর অবশেষে তার সহকর্মীরা উপরে উঠে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। আহত মেয়েকর্মীর বুকে, মাথায় হাতে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। তার মাথায় অজোর ধারায় রক্ত বের হতে দেখে সার্কাস দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পুরানবাজার বিজয় উৎসবে ঢাকা নবাবপুর থেকে আসা অলিম্পিক সার্কাস এসে ঝুকির মধ্যে দিয়ে তারা মানুষের মন কেড়ে নিতে তাদের সার্কাস প্রদর্শন করেন। তেমনি গতকাল রবিবার গান ও নাচ শেষ হওয়ার পর বিশ বছরের যুবতী সার্কার্স কর্মী রশি মই বেয়ে উপরে উঠে প্রায় ৩৫ ফুট উপরে উঠে ঘূর্ণি দিয়ে সার্কার্স প্রদর্শন করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষনিক থাকে উদ্ধার করার জন্য পাঁচ ছয় জন কর্মী উপরে উঠে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।