শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অর্ধশতাধিক ঘরবাড়ি-দোকানপাট ভাংচুর হয়েছে। সংর্ঘষে ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত রবিবার রাত ১১টা থেকে শুরু করে রাত ৩ টা পর্যন্ত দফায় দফায় সংঘষের ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, পুরানবাজার বউ বাজার এলাকার বাক সিরাজের ছেলে সেলিমের সাথে কবরস্থান রোড এলাকার যুবলীগ নেতা জাহাঙ্গীর খন্দকারের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দন্দ চলে আসছিলো। গত রোববার বিকেলে পুরানবাজারের নতুন রাস্তায় সেলিম মদ খেয়ে যুবলীগ নেতা জাহাঙ্গীর খন্দকারকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ খবর পেয়ে জাহাঙ্গীর খন্দকারের লোকজনের সাথে সেলিমের বাকবিতন্ডা হয়, সেই থেকে সূত্রপাত। পরে রোববার রাত ১০টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে উভয় এলাকায় হামলা চালায়। এসময় সাধারন মানুষের ঘরবাড়ির উপর ব্যাপক হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। এরা চাঁদপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স। এসময় লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষন পরে ঘটনাস্থলে আসেন এএসপি হেডকোয়াটার শাকিল আহমেদ ও মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ। পরে এএসপি হেডকোয়াটার শাকিল আহমেদের নেতৃত্বে রাত ১টায় পুরানবাজারের বউ বাজার ও কবরস্থান রোড এলাকায় ব্যাপক অভিযান চালায়।এ সময় বউ বাজারের সেলিম শেখ,ফজল বেপারী ও জাহাঙ্গীর খন্দকারের বোনের বাসায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।