স্টাফ রিপোর্টার ॥
পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদারের উপর হামলা চালিয়েছে ফারুক নামে এক বখাটে যুবক। ঘটনাটি ঘটিয়েছে শুক্রবার রাত ৯ টায় পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবাসে। খবর পেয়ে পুরান বাজার ফাড়ির ইনচার্জ মাহাবুব মোল্লা তাকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। জানাযায়, পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবসে বহিরাগত ছেলেরা জোড়পূর্বক প্রবেশ করে ইয়াবা সহ বিভিন্ন মাদক সেবন করে। ছাত্রাবাসের ছাত্ররা অধ্যক্ষের নিকট এ বিষয়গুলো একাধিকবার অবহিত করে। পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার পুরান বাজার ফাড়ির ইনচার্র্জ মাহাবুব মোল্লাকে বিষয়টি জানায়। ঘটনার দিন রাতে পুরান বাজার লোহার পুল এলাকার মফিজ বেপারীর ছেলে ফারুক বেপারী ইয়াবা সেবন করার জন্য ছাত্রাবাসে প্রবেশ করে। খবর পেয়ে উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার নিজ মোবাইলে বখাটে ফারুকের ছবি ধারন করে পুরান বাজার ফাড়ির ইনচার্র্জ মাহাবুব মোল্লাকে বিষয়টি জানায়। ফারুকের ছবি তোলায় সে ক্ষিপ্ত হয়ে উপাধ্যক্ষেরউপর হামলা চালায়। এর কিছুক্ষন পর ফাড়ির ইনচার্র্জ মাহাবুব মোল্লা তাকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটি দালাল চক্র রাতেই থানা প্রাঙ্গনে এসে ভীড় জমায়। পরে রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে কলেজ কতৃপক্ষকে ম্যানেজ করে অবশেসে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

