আশিক বিন রহিম :
পুরাণবাজার লাইসিয়াম কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল গতকাল শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় শ্রেণি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাইসিয়াম কিন্ডার গার্টেন পরিচালক মোঃ আতিকুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোতালেব হোসেন খুকু পাটওয়ারী। বিদ্যালয় অধ্যক্ষ সুকুমার চন্দ্র পালের সভাপতিত্বে ও শিক্ষক শাহিনুর ইসলামের পরিচালনায় অভিভাবকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মজিবুর রহমান ও মোসাম্মৎ মমতাজ বেগম। শিক্ষবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন শিবানী বসু, মিলি দাস, লাভলী ইয়াসমিন, ৫ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবিনা আক্তার এবং অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৪র্থ শ্রেণির ছাত্র মাহাদি হাসান রুমি। অনুষ্ঠানের শুরু কোরআন তেলোয়াত করেন ৩য় শ্রেণির ছাত্র রেদওয়ান হোসেন ও গীতা পাঠ করেন ৫ম শ্রেণির ছাত্র আদর পাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অত্যন্ত ভালো। প্রতিষ্ঠানের সাথে যারাই আছেন তারা খুবই আন্তরিক। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মান সম্মত শিক্ষা বিস্তারে লাইসিয়াম কিন্ডার গার্টেন অগ্রণী ভূমিকা রাখবে। আলোচনা পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন সমাপনী পরীক্ষা সফলতা কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আলহাজ্ব মাও. মোঃ মমিন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক যমুনা দাস, আনোয়ারা বেগম, রোজিনা আক্তার, কাকলি সাহা, সুরঞ্জনা দাস, ইয়াছমিন আক্তার, ফারজানা খানম ও পিংকি ভৌমিক। এ বছর বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির ৩৪জন ছাত্র-ছাত্রী বিদায় নিয়েছে। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।