মাদককে সমূলে নির্মুলের লক্ষ্যে ও পুরাণবাজারকে মাদকের হাত থেকে রক্ষা করতে মধ্যশ্রীরামদি এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে মধ্যশ্রীরামদি মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মদ। তিনি বলেন, আমাদের সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের। আমরা যে সমাজে বাস করি সে সমাজকে সুন্দর রাখতে হবে আমাদের ভবিষ্যত প্রজন্মের স্বার্থেই। গুটিকয়েক ব্যক্তির জন্য আমাদের সমাজকে কিছুতেই কলঙ্কিত হতে দেয়া যায় না। পৃথিবীতে দুটি সন্ত্রাস বড়। এক, ক্ষুধা-দারিদ্র, দুই, মাদক। এই দুটি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। বর্তমান সরকার ইতিমধ্যেই দারিদ্রতা দূর করে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার কাজ করে যাচ্ছে। শুধু পুরাণবাজার থেকেই নয়, চাঁদপুর জেলা থেকে আমরা মাদকে সমূলে নির্মূল করবো।
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম গাজীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজী। তিনি বলেন, এই এলাকাটিতে অনেক গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। অথচ অল্প কিছু মাদক বিক্রেতা এই এলাকার কপালে কলঙ্কের রেখা এঁকে দিতে চাইছেন। আমি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করবো তারা যেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। আমরা আশ্বাস চাই না, আশ্বাসের বাস্তবায়ন চাই।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম বলেন, মাদক এমন একটি ব্যাধি যার থেকে মুক্তি পাওয়া কঠিন। এই ব্যাধি মানুষকে তিলে তিলে ধ্বংস করেই দেয় না, সমাজ -রাষ্ট্রকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। বাবার সন্তান যখন ভালো থাকবে তখন আমি ও আপনি ভালো থাকবো। সুতরাং আমাদের ভালো থাকতে হলে মাদকের বিরুদ্ধে এখনি সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।
জেলা যুবদল নেতা সাইদুল ইসলাম মককু ছৈয়ালের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা, পৌর কাউন্সিলর মজু ব্যাপারী, এলাকাবাসীর পক্ষে কামাল আহমেদ, হারুন খান, আব্দুল হামিদ (মন্টু হাজি), হানিফ বন্দুকসী, আবুল বাসার বাসু গাজী, ওয়াহিদুল ইসলাম বিল্লাল, স্বপন দেওয়ান, শাহজাহান মুন্সী, হানিফ দিদার, রহিম খান, ফরিদ হাসান, হুমায়ূন শেখ প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েক বছরে পুরাণবাজারে মাত্রাতিরিক্ত হারে মাদক বিক্রি ও সেবন বেড়ে যাওয়ায় সচেতন মহল চিন্তিত হয়ে পড়েছে। পুরাণবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দাবি অবিলম্বে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।