স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর পুরানবাজারে প্রতিবন্ধী যুবতি হাজু আক্তার (২৫) কে ধর্ষন করেছে এক ভদ্র মুখোশধারী লম্পট। এ ঘটনায় ঐ যুবতি ৮ মাসের অন্তস্বত্তা হয়ে পরে। অবশেষে ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে গত রবিবার বিকেলে প্রতিবন্ধী যুবতিকে বিয়ে করতে বাধ্য হয় লম্পট হানিফ বিশ্বাস। ঘটনার বিবরনে জানা যায়, পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকার মৃত লতিফ বিশ্বাসের ছেলে হানিফ বিশ্বাস দীর্ঘদিন যাবত তার পাশের বাড়ির আবদুল হক মাঝির মেয়ে মানষিক প্রতিবন্ধী হাজু আক্তারকে পালাক্রমে ধর্ষন করতো। প্রতিবন্ধী হাজু অন্তস্বত্তা হওয়ার পর তার পরিবারের লোকজন প্রথমে বুঝতে না পারায় তার পেটে টিউমার হয়েছে বলে লম্পট হানিফ বিশ্বাস তাদেরকে জানায়। টিইমার অপারেশন করার জন্য প্রতিবন্ধী হাজুকে তার পরিবারের লোকজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে আল্ট্রাসনোগ্রাম করার পর ডাক্তার সে অন্তস্বত্তা বলে জানায়। এই ঘটনা জানতে পেরে প্রতিবন্ধী হাজুকে জিজ্ঞাশাবাদ করার পর সে লম্পট হানিফ বিশ্বাসের ধর্ষন করেছে বলে জানায়।
পরে প্রতিবন্ধী যুবতি হাজু আক্তার (২৫) কে ধর্ষন করে অন্তসত্বা করার ঘটনা জানতে পারায় লম্পটের বিচারের দাবীতে বিক্ষোভ করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবন্ধি যুবতিকে ১ লক্ষ টাকা দিয়ে রফাদফা করতে গভীর ষড়যন্ত্র করে লতিফ বিশ্বাসের বাড়িতে গোপন শালিশী বৈঠক বসে। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পরই শালিশীরা বৈঠক ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এলাকাবাসীর তোপের মুখে হানিফ বিশ্বাস অবশেষে প্রতিবন্ধী হাজু আক্তারকে ৪ লক্ষ টাকা দেনমহরে বিয়ে করে অন্তস্বত্তা শিশুর সিকৃতি দেয়।