হাজীগঞ্জে অবরোধের প্রথমদিনে ছাত্রদল কর্মী আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর ইট নিক্ষেপের ঘটনায় থানার এসআই শাহআলম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯/১৩খ্রিঃ। ধারা ১৪৩/১৮৬/৩৩২/৩৩৫/২২৫। আসামীরা হলোঃ মোঃ মোশারফ হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মহসিন, মোঃ ইকরাম, মোঃ শাহাদাত মোল্লা, মোঃ ইমাম হোসেন, মোঃ আলমগীর, মোঃ সোহেল, মোঃ জালাল, মোঃ মামুন, মোঃ আবু ছায়েম মিয়াজী, মোঃ মাসুদ আলম খান, মোঃ শাহাদাত, মোঃ জসিম উদ্দিন, মোঃ আব্দুল আমিন, মোঃ ইউছুফ, মোঃ জহির, মোঃ কবির হোসেন, আবু নাফের শাহ্, মোঃ জাহাঙ্গীর, মোঃ শরীফ ও আব্দুর রহমান মিয়াজীসহ অজ্ঞাত ১০/১৫ জন।
মামলার এজাহার সূত্রে দেখা যায়, গত ২১ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় ১৮ দলীয় জোটের মিছিল শেষে পশ্চিম দিন থেকে আসা একটি বড় মাল বোঝাই ট্রাক বাজার অতিক্রম করলে ছাত্রদলের কর্মীরা ট্রাকটি বাধা দেয়। এ সময় তারা ট্রাক চালকের গলাধরে শার্ট ছিড়ে ফেলে। পরে একদল পুলিশ গিয়ে তাদের কাছ থেকে ট্রাক চালককে সহযোগীতা করলে জোটের কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় ছাত্রদল কর্মী আরিফ নামে একজনকে আটক করলে তারা পুনরায় পুলিশের উপর বিভিন্ন সরঞ্জাম নিয়ে আক্রমন চালায় এবং একটি মার্কেটে আশ্রয় নিলেও একই ধরনের কাজ করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্আলম চাঁদপুর বার্তাকে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে সবাই সহযোগীতা করতে হবে। অবরোধের প্রথম দিনে পশ্চিম দিক থেকে আসা একটি ট্রাক বাজার অতিক্রম করলে ছাত্রদল কর্মীরা এতে বাধা প্রয়োগ করে। আমরা তাদের এক কর্মীকে আটক করলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের উপর হামলার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১৫ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করা হয়। অভিযান প্রসঙ্গে বলেন, তথ্যমতে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।