কচুয়া: গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় পুলিশের গুলিতে নিহত ছাত্র সোহেল এখন কচুয়ার উজানী মাদ্রাসায় অধ্যয়নরত। ১০ ও ১১মে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় জেলা হেফাজতের বরাত দিয়ে কচুয়া উজানী মাদ্রাসার ছাত্র সোহেল নিহত হওয়ার সংবাদ প্রকাশিত হয়। সংবাদে প্রকাশ: হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, পুলিশের গুলিতে চাঁদপুরের কচুয়ার মাদ্রাসার ছাত্র নিহত, গুলিবিদ্ধ ১৮: নিখোঁজ-১ শিরোনামে প্রকাশিত সংবাদে জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসায় তোলপাড় সৃষ্টি হয়।
খবর পেয়ে রোববার দুপুরে স্থানীয় সাংবাদিকরা ছুটে যান মাদ্রাসায়। বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাদ্রাসার কথিত নিহত ছাত্র মোঃ সোহেল (১৮) অন্যান্য শিক্ষার্থীর সাথে মাদ্রাসায় ক্লাস করছে। আলাপকালে সে জানায়, গত ৫মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে সে অংশগ্রহণ করেনি। সে ওই দিন মাদ্রাসায় ছিলো এবং প্রকাশিত সংবাদটি গুজব বলেও সে জানায়। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের দক্ষিণ নর্দী গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র।
এদিকে মাদ্রাসার নাজেম মাওঃ আঃ রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, মাদ্রাসার অধ্যয়নরত ছাত্রদের মধ্যে সোহেল নামের ৫জন ছাত্র রয়েছে। তারা সকলেই মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে প্রকাশিত মৃত্যুর এ সংবাদটি গুজব, বানোয়াট ও ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন এবং এ সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান তিনি জানান।