স্টাফ রিপোর্টার:
পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা তাজুল ইসলাম রতনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ প্রাঙ্গনে শোক র্যালী বের করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ বাহার। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা শামছুল আরেফিন, জুলহাস আহম্মেদ জুয়েল, দীপু সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমাম এইচ গাজী, সদস্য সচিব জুনায়েদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মো. সোহেল রানা, চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলা, সদর, পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় পুলিশের গুলিতে নিহত তাজুল ইসলাম রতনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচী মধ্যে ছিলো- নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কবর জিয়ারত, মিলাদ মাহফিল, প্রত্যেক উপজেলায় আলোচনা সভা ও মিলাদ।
উল্লেখ্য- গত ২০১৩ সালের ৩ডিসেম্বর জেএম সেনগুপ্ত রোডে ১০টায় ১৮ দলীয় জোটের মিছিল পুলিশ পেছন থেকে গুলি করে। এসময় কলেজ ছাত্রদল নেতা তাজুল ইসলাম রতন, শিবির কর্মী সিয়াম মোস্তান শহীদ হয়। জেলা বিএনপির সহ-সভাপতি শরিফ মো. ইউনুছ সহ প্রায় ৩০ নেতা কর্মী গুরুতর আহত হয়।