শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর হাসানআলী মাঠে ২০ দলীয় জোটের গনমিছিলে পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা লিমন ছৈয়াল ও বিএনপি নেতা আবুল হোসেনের ৪র্থ মৃতুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা শহরের বাবুরহাট মরহুম আবুল হোসেনের বাড়ির সামনে মডেল টাউন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন,সাধারন সম্পাদক শেখ শালমান, জেলা জিয়া মঞ্চের সভাপতি শোহেব মোঃ কলিমউল্লাহ, সাধারন সম্পাদক শিশির পাটওয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক জিএম সোহেল, বিএনপি নেতা আলমগীর হোসেন বাবুল মাল, শহর যুবদলের যুগ্ন আহবায়ক জাফর প্রধানিয়া, জেলা যুবদল সদস্য আলমগীর পাটওয়ারী, ১৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক হান্নান বেপারী,১৩ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক বরকন্দাজ, বিএনপি নেতা মানিক বেপারী, দেলোয়ার শেখ,খোরশেদ প্রধানিয়া,জুলহাস সরদার, মাসুদ পালোয়ান, যুবদল নেতা সবুজ গাজি,জিলন সরকার, মামুন পালোয়ান, জাকির পালোয়ান, মনির মাল, মজিদ মৃধা, রফিক প্রধানিয়া, ছাত্রদল নেতা হেলাল মাল, ফয়সাল মাল, সাগর মজুমদার, কামাল পাটওয়ারী,জয়নাল মৃধা প্রমুখ।