শাহরিয়ার খান কৌশিক ॥
ঘোষের হাটে পিকেটারদের হামলায় সিএনজি যাত্রী নিহতের ঘটনায়
চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাটে পিকেটারদের হামলায় সিএনজি যাত্রী অলোক কুমার চক্রবর্তি নিহতের ঘটনায় পুলিশের দায়েরকৃত হত্যা মামলায় আশিকাটি চেয়ারম্যান দেলোয়ার মাষ্টার ও খেলাফত মজলিশের সাধারন সম্পাদক জোনায়েদ হাসান মোক্তারকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত মঙ্গল বার সন্ধ্যায় বাবুরহাট মোড়ের একটি চায়ের দোকান থেকে মডেল থানার উপরিদর্শক আবু সাইদ জোনায়েদ হাসান মোক্তার (৪০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার সকাল ১০ টায় বাবুরহাট এলাকায় পিকেটিং করার সময় ২ নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার মাষ্টারকে মডেল থানার উপপরিদর্শক আবু সাইদ ও আনোয়ার গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানাযায় গত সোমবার রাতে ঘোষেরহাটে পিকেটারদের এলাপাতারি ছোড়া ইটের আঘাতে সিএনজি যাত্রী শাহরাস্তি উপজেলার বরলিয়া গ্রামের ঔষধ কোম্পানির প্রতিনিধি অলোক কুমার চক্রবতি গুরুতর আহত হয়ে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। অলোক শাহরাস্তি থেকে তারশ্বশুর বাড়ী মঠখোলা যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়। সিএনজিটি ঘোষের হাট এলাকায় আসার সাথে সাথেই পিকেটাররা বৃষ্টির মতো ইট মারতে থাকে। এ সময় সিএনজি চালক সিএনজিটি নিয়ে পিকেটারদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। গুরুতর আহত অবস্থায় সিএনজির নিচ থেকে উঠে যাত্রী অলোক প্রাণে বাঁচার জন্য বাবুরহাট পর্যন্ত মৃত্যুর ঝুকি নিয়ে আসে। মঠখোলার ঠাকুর বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালের কর্তব্য চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক ঢাকায় রেফার করে।রাত সাড়ে ১১ টায় ঢাকা নেওয়ার পথে মতলব ফেরী ঘাট পৌঁছলে অলোক মৃত্যুর কোলে ঢলে পরে। সেই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই আবু সাইদ বাদি হয়ে ২ নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার মাষ্টারকে ২য় নং আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১৬। তারিখ ৬ জানুয়ারী ২০১৫। পুলিশ সে মামলার আসামী আশিকাটি ইউনিয়নের আজিজের ছেলে চেয়ারম্যান দেলোয়ার মাষ্টারকে সকালে বাবুরহাট থেকে আটক করে জেল হাজতে পেরণ করে। এদিকে এই হত্যা মামলার আসামি হিসেবে চান্দ্রা চৌরাস্তার আব্দুর রহমানের ছেলে খেলাফত মজলিশের সাধারন সম্পাদক জোনায়েদ হাসান মোক্তারকে বাবুর হাট থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।