চাঁদপুর: চাঁদপুরে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষনাকে কেন্দ্রর করে শহরের মিশন রোড এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষে ২রাউন্ড গুলি বিনিময় হয়েছে।এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে থেকে চাঁদপুর সদর জামায়েতের আমীর জাহাঙ্গীর আলমহসহ ১২জন নেতা-কর্মী আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেডিয়াম রোড, মিশন রোড ও বাসস্ট্যান্ড এলাকা থেকে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করে।
এক পর্যায়ে বৃষ্টি উপেক্ষা করে জামায়াত শিবির কর্মীরা মিশনরোড এলাকায় মিছিল বের করে শহরে প্রবেশ করতে চাইলে সদর এসএসপি সচিন চাকমা, মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোরশেদ, উপ-পরিদর্শক রাজিব ও মাহাবুব মোল্লা সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড গুলি বর্ষন করেন। আটককৃত জামাত-শিবির কর্মীদের কাছ থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র শস্ত্র উদ্ধার করে। মডেল থানার কর্মরত উপ-পরিদর্শক সিপা বড়য়া জানায়, আটক জামায়াত-শিবির কর্মীদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হলে নাম প্রকাশ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।