ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে ফাঁসির আসামি তিন জিএমবি সদস্যকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
এসময় জেএমবি’র মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামীকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। এসময় এক পুলিশের এক সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা প্রিজন ভ্যানে সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়ে মারে।
তবে তাৎক্ষনাত ভাবে আসামীদের পরিচয় জানা যায়নি।
আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি বাংলাদেশে জিহাদ চালিয়ে যাবার ঘোষণার পর এ ঘটনা ঘটল। এটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখছেন বিশ্লেষকরা।