কোভিড-১৯ ভাইরাসে চাঁদপুর জেলায় নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। এই ৭ জনের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক ও দুই পুলিশ সদস্য রয়েছেন। নতুন এই সাতজনসহ জেলায় এখন মোট আক্রান্ত রোগী হচ্ছে ২৯০ জন।
গতকাল বুধবার নতুন যে সাতজন আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে তাঁরা হচ্ছেন কচুয়ার ২, শাহরাস্তির ৪ ও হাজীগঞ্জের ১ জন। কচুয়ার দু’জন হচ্ছেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি রাকিবুল হাসান এবং গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মুন্সীর সহধর্মিণী (৬৫)। এছাড়া শাহরাস্তি থানার একজন এসআই ও একজন মহিলা কনস্টেবলসহ এ উপজেলার অন্য দুজন।
এদিকে নতুন করে যে সাতজন আক্রান্ত হয়েছেন তারাসহ জেলায় এখন মোট আক্রান্ত রোগী হচ্ছে ২৯০ জন। তবে এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন এবং মারা গেছেন ২৪ জন। এছাড়া চিকিৎসাধীন আছেন ১৯০ জন। এদিকে আক্রান্ত ২৯০ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ২২ জন। অবশ্য ইতিমধ্যে ১২ জন সুস্থ হয়ে গেছেন। অন্যরা চিকিৎসাধীন আছেন। আর সাংবাদিক আক্রান্ত হয়েছেন দুইজন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল ঢাকা থেকে রিপোর্ট আসে ৫৩ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ৭ জনের। গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্যে স্যাম্পল পাঠানো হয়েছে মোট ২ হাজার ৪শ’ ৮৬ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ২ হাজার ১শ’ ৬ জনের। রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় আছে ৩শ’ ৮০ জনের।