চাঁদপুর-চান্দ্রা-মুন্সীরহাট সড়কে জনৈক পুলিশ কনস্টেবলের টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে।
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর (মমিনপুর) গ্রামের হাফেজ রফিকুল ইসলামের ছেলে মোঃ জাকির পুলিশে চাকুরি করেন। শনিবার ফজর নামাজের পরে মেঘনা এঙ্প্রেস ট্রেনযোগে চট্টগ্রামে তার কর্মস্থলে যাওয়ার পথে বাগাদী চৌরাস্তা এলাকায় মোটর সাইকেলযোগে মুখোশ পরিহিত তিন ছিনতাইকারী তার সিএনজি স্কুটারটি থামায়। এ সময় ছিনতাইকারীরা চালককে পিস্তল ঠেকিয়ে পুলিশ কনস্টেবল জাকিরকে মারধর করে মানিব্যাগসহ প্রায় দু’ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়। এ নিয়ে ঐ এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।