মিজান লিটন,চাঁদপুর: চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। ঘটনস্থাল থেকে ৫ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোড এলাকা থেকে জামায়াত-শিবির হঠাৎ মিছিল বের করে গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্বর্ণখোলা রোড থেকে শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় এলে তারা ১৫-২০টি ককটেল বিস্ফোরণ করেন এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান।
এক পর্যায়ে পুলিশের ওপরও ইট-পাটকেল ছোড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের নাশকতার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না।