সংবাদ বিজ্ঞপ্তি ॥
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ বার্ষিক প্রকাশনা উপহার স্বরূপ প্রদান করেন পুলিশ সুপার শামসুন্নাহারকে। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক প্রকাশনা প্রদান কালে পুলিশ সুপার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনাদের বার্ষিক ওয়াজ অথবা সম্মেলনে পুলিশ প্রশাসনের অনুমুতি নিতে হবে। এতে করে আমরাও ইপস্থিত থাকার চেষ্টা করবো এবং আমাদেরকে বক্তব্যের সুযোগ করে দিতে হবে। আমরা চাই চাঁদপুর থেকে অপরাধ দূর করে সুন্দর সমাজ গড়েতে। তাই আমাদের পাশাপাশি সমাজের নাগরিক হিসেবে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা আশাকরি আগামীতে চাঁদপুরে কোন অপরাধ থাকবেনা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. শাহ জামাল গাজী সোহাগ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শেখ রায়হান মোহাম্মদ আক্তার, অর্থ সম্পাদক মহিউদ্দিন মিয়াজী, চাঁসক সভাপতি মো. মহসিন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।