শাহরিয়ার খান কৌশিক॥পুলিশ সুপার শামসুন্নাহারের হস্তক্ষেপে পুরান বাজার ফাঁিড়র পুলিশের অভিযানে বাল্য বিবাহ থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নুপুর আক্তার (১২) কে রক্ষা করতে সক্ষম হয়েছে। বাল্যবিবাহের প্রস্তুতিকালে বর ও কনের পিতাকে পুলিশ আটক করে মডেল থানায় নিয়ে আসে। বুধবার বিকেল সাড়ে ৫টায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিবাহের প্রস্তুতি নেয়ায় পুরাণবাজার মধ্য শ্রীরামদির আবুল কালাম হাওলাদারের ছেলে মনির হোসেন (২৪) ও মেয়ের পিতা একই এলাকার গফুর শেখকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গীকারনামা উভয়ের কাছ থেকে নেয়া হয়। অভিযুক্ত মনির হোসেন সেই সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এবং অন্যত্র বিয়ে করবে না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে।
বুধবার সকাল ১০ টায় পুলিশ সুপারের নির্দেশে বাল্য বিয়ে প্রস্তুতিকালে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ,পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম ও এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পুরাণবাজার মধ্য শ্রীরামদী টাওয়ার এলাকা থেকে কনে নুপুরকে উদ্ধার করে এবং বর মনির হোসেন, কনের পিতা আবদুর গফুর শেখ ও মা আমেনা বেগমকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নুপুরের মা অসুস্থ হয়ে পড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ ঘটনায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।