শরীফুল ইসলাম ॥
ঈদের এখনও বাকি প্রায় এক মাস। কিন্তু বসে নেই চাঁদপুরের মাদক পাইকারী কেডার ও বিক্রেতারা। তারা ঈদকে সামনে রেখে বাঁধ ভাঙ্গা পানির মতো চাঁদপুরে মাদকের চালান আনছে। চাঁদপুর শহরে অন্যসব মাদকের আধিক্য না থাকলেও ইয়াবা বড়ি, ফেনসিডিলও গাজা এসব মাদক বিক্রি করার মূল টার্গেট নিয়েছে মাদক বিক্রেতা কেডাররা। চাঁদপুরে মাদক আসে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ অন্য পন্যের সঙ্গে মাদক পাচারকারীরা খুব সহজেই মদিক নিয়ে চলে আসে চাঁদপুরে। এয়াড়া পাচারকারীরা পালাক্রমে একই পন্থা অবলম্বন করে দেশের বিভিন্ন স্থানে মাদক পৌছে দেয়। বিস্তীর্ন শহর থেকে মাদকের বড় বড় চালান ঢুকছে চাঁদপুরে হয়ে উঠছে মাদকের স্বর্গরাজ্য। পুলিশের নাকের ঢগা দিয়ে মাদক বিক্রেতারা খুব সহজেই নিয়ে যায় মাদক। আর সামনের ঈদকে টার্গেট রেখে চাঁদপুরের মাদক বিক্রেতারা হয়ে উঠেছে তৎপর। সেই সাথে শহরে ভয়াভহ আকার ধারন করছে। পুলিশ ও সিমান্ত রক্ষা বাহীনীর অসচেনতার কারনে সীমান্ত পিরিয়ে ঢুকছে গাঁজা, ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ নানা মাদক দ্রব্য,ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। সন্ধা রাত নেমে এলেই চাঁদপুরে মাদক ব্যবসায়ীরা নেমে পড়ে মাদকসেবীদের কাছে মাদক পৌছে দিতে। শহরের বিভিন্ন অলিতে- গলিতে দেখা যায় মাদক সেবীদের , এক মাদক সেবীর সাথে কথা বলে জানা যায়, যারা বিভিন্ন মাদকসেবীর সাথে জড়িত তাদেরকে মাদক কিনতে জেতে হয়না। কিছু মাদক ব্যবসায়ী রয়েছে যাদেরকে টাকা দিলে তাদের কাছে মাদক পৌছে যায়। তাই ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা যাতে কোন প্রকার মাদক চাঁদপুরে না আনতে পারে সেই লক্ষে প্রশাসনকে আরো কোঠর পদক্ষেপ গ্রহন করতে হবে, তাহলেই মাদকের স্বর্গরাজ্য থেকে মুক্তি পাবে চাঁদপুরবাসী ।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।