স্টাফ রিপোটার ॥ চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব জাফরাবাদে মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এতে করে এলাকার যুবসমাজ ধংশের পথে ধাপিত হয়েছে। পুরানবাজারে পুলিশের নজরধারি থাকায় মাদক বিক্রেতারা কৌশল অবলম্ভন করে গ্রামে বিভিন্ন পাড়া মহল্লায় বিচরন করে ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে।
ব্যপক অনুসন্ধানে জানা যায়, এক সময় চাঁদপুর শহরের পুরানবাজার রয়েজ রোড, ম্যেরকাাটিচ রোড, খালের দক্ষিন পাড় ,বউবাজার এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় মাদক বিক্রির পয়েন্ট হিসেবে চিহ্নিত ছিলো। মাদক সেবিরা মোটরসাইকেল নিয়ে সেখানে এসে বিভিন্ন মাদক ক্রয় করতো। পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম দায়িত্ব থাকা কালীন সময় প্রায় শতাধীক মাদক বিত্রেতাকে আটক করেছে। মদক ব্যাবসায়িরা নয়া কৌশলে গ্রামের যুবকদের ব্যাবহার করে তাদের মাধ্যমে মাদক বিক্রী করে আসছে। তেমনি পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব দিকের রাস্তায়, হাফেজিয়া দাখিল মাদ্রাসার দক্ষিন দিকের রাস্তায়,পাল পাড়ার মোরে,দাস পাড়ায় দিনে ও রাতে মাদক ব্যাবসায়িরা মাদক বিক্রি করে আসছে। এলাকার যুবসমাজ দিনদিন মাদকাশক্ত হয়ে পরছে। এই এলাকায় পুলিশির ঝটিকা অভিযান অভ্যাহত থাকলে ও ঐ মাদক বিক্রেতাদের আটক করলে এই সব এলাকা থেকে মাদক মূক্ত করা যাবে বলে সচেতন মহলের ধারনা।
পুলিশ জানায়, পূর্ব জায়রাবাদ,পালপাড়া ও দাসপাড়া এলাকায় মাদক নিমূল করতে এবং মাদক বিক্রেতাদের আটক করতে অভিযান অভ্যাহত হয়েছে। যাকেই মাদক সহ আটক করা হবে তাকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। আর যারা মাদকের সাথে জরিত কয়েছে তাদের গ্রেফতার করা হবে।