পঞ্চম ধাপে অনুষ্ঠিত ২৯ পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থীদের জয়-জয়কার। আগের চারটি ধাপেও পৌরসভায় মেয়র পদে জয়ের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল আওয়ামী লীগ। বিএনপি ও বিদ্রোহী প্রার্থীসহ অন্যদের দখলে গেছে হাতে গোনা কয়েকটি পৌরসভা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
রবিবার দিনভর পঞ্চমধাপে পৌরসভা নির্বাচনের ভোট শেষে সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়।
রাত সাড়ে ১০টা পর্যন্ত ২৩টি পৌরসভার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ২১টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আর বাকি দুটির একটিতে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী ও অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী।
নিউজডেস্ক/এমএমএ/