শরীফুল ইসলাম ॥
চাঁদপুর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনাগুলো পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদের মহতি উদ্যোগের ফলে উচ্ছেদ অভিযানে সরিয়ে দেয় পৌর কতৃপক্ষ। কিন্তু পৌর কতৃপক্ষ স্থান ত্যাগের মাত্র ২ ঘন্টা পর কয়েকটি গুরুত্বিপূর্ণ সড়কের পাশে আবারো দখল করে নিয়েছে অবৈধ ভ্রাম্যমান ব্যাবসায়িরা।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা অপসারন করা হয়েছে। চাঁদপুর পৌরসভার কর আদায়কারি তৌহিদুল ইসলাম চপল ও বাজার মনিটরিং কর্মকর্তা এমদাদুল হক মিলন সহ অন্যান্যরা এ অভিযানের নেতৃত্ব দেয়।
অভিযানকারিরা সকাল ১০ টায় শহরের পালবাজার এলাকা থেকে এ অবৈধ স্থাপনা ও রাস্তার পাশের ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠান অপসারনের কাজ শুরু করে। এ সময় অভিযানকারিদের সাথে অবৈধভাবে দখলকারিদের সাথে বাকবিতন্ডা হয়। দুপুর ২ টা পর্যন্ত অভিযানকালে শহরের নতুন বাজার, হাজী মহসিন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়কের লেকের পাড়, কেন্দ্রীয় শহীদ মিণারের সম্মুখ, রেলওয়ে হকার্স মার্কেট, কালী বাড়ী মোড়, চৌধুরী ঘাট সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এ সময় তারা ছায়াবানি মোড় থেকে শুরু করে সিএনজি স্কুটার ষ্টেন্ড পর্যন্ত সকল প্রকারের অবৈধ স্থাপনা ভেঙ্গে নিজেদের আয়ত্বে গাড়ীতে তুলে নিয়ে যায়।
এবং কিছু স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে লেকে ফেলে দেওয়া হয়। কর কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল জানান, চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটির সামনে দির্ঘদিন ধরে একটি চক্র ফুটপাত দখল করে ব্যাবসা করে আসছিলো। এদের ব্যাবসার কারনে শহীদ মিনারটি তার পবিত্রতা হারিয়ে ফেলছিলো। পৌরবাসি যেন নিরাপদে সড়কে চলাচল করতে সেই লক্ষে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু পৌর কতৃপক্ষের উচ্ছেদ অভিযান অনেকটাই ভেস্তে গেছে। যেসব স্থানে অভিযান পরিচালনা করা হয় সেখানে নেপথ্যে শক্তির কারনে আবারো দোকান গড়ে উঠেছে। বিশেষ করে পৌর শহীদ মিণারের সামনের ভ্রাম্যমান ব্যাবসায়িদেও দোকান উচ্ছেদ করা হলেও কতৃপক্ষ চলে যাওয়ার মাত্র কয়েক ঘন্টাপর আবারো ভ্রাম্যমান ব্যাবসায়িরা দোকান বসাাতে দেখা যায়।
যার কারন অনেকটাই বুজা যায় পৌর কর্তৃপক্ষের চেয়ে দখল বাজদের ক্ষমতা বেশি। এ বিষয়ে পৌর সচেতন নাম প্রতাশে অনিচ্ছুক অনেকে জানান, এভাবে আইন তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামতো পৌর কতৃপক্ষকে উপক্ষা করে শহরের বিভিন্ন সড়কের পাশে যারা দোকান পূনরায় দোকান বসিয়েছে তাদের খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন পৌর সচেতন মহল।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।