চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মরহুম জাকির হোসেন মজুমদার (খোকা) এর কবর জিয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
তিনি আজ ২১ মে শুক্রবার সকালে মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে জিয়ারতে অংশ নেন। জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্যে বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন। এই সময় ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সাথে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/