শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর পৌর শহীদ জাবেদ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে ক্রীড়া প্রতিযোগীতা পুরষ্কার বিতরণি পর্বে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি সুখি সমৃদ্ধি বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাছিনা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিলো এদেশকে সুখ সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলবে। সেই স্বপ্নের বাস্তবায়ন করতে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলতে এ দেশের সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন । এখন লেখাপড়ার মান উন্নয়নে বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থির হাতে বই পৌছে যাচ্ছে। ছেলে মেয়েদের পড়ালেখার অগ্রগতির জন্য উপবৃত্তি প্রথা চালু করা হয়েছে। সারা বাংলাদেশে প্রচুর পরিমান স্কুল কলেজের নতুন ভবন করা হয়েছে। নাশকতাকারীরা দেশের উন্নয়নকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নাশকতা করার চেষ্টা করছে। তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। পৌর শহীদ জাবেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সার্বিক ব্যাবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাহফুজ বেপারী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এমআই মমিণ খান, মহিলা কাউন্সিলর আয়েশা রাহমান,সহ অন্যান্যরা। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিজয়ী শিক্ষাথির মাঝে পুরষ্কার তুলে দেন। পৌর শহীদ জাবেদ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পর্বে শহীদ জাবেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের নেতৃত্বে স্কুলের শিক্ষক কাজী সুরাইয়া সুলতানা রাজিয়া, রিণা নন্দি, তানিয়া আক্তার কলি, ছালমা, তাছলিমা, তাবুস্সুম জান্নাত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী ও অভিাবকসদস্যবৃন্দ আন্তরিকভাবে সহযোগীতা করে প্রতিযোগীতা সফলভাবে সমাপ্ত করেন। বার্ষিক ক্রীড়া উপলক্ষে বীর মক্তিযোদ্ধা শহীদ জাবেদের ৪৩ তম মৃত্যুবার্ষিকীতে বিদ্যালয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে।