শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের জেলেদের জাটকার চাল আত্মসার্থ করার অভিযোগ পাওয়া গেছে। সরকার নির্দেশনা অনুযায়ী জেলেদের কে ৪০কেজি চাল দেওয়ার কথা থাকলেও ২০-২২কেজি চাল দিয়ে বাকী চালের মধ্যে ৬০ বস্তা প্রকাশ্যে ভারাপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজীর নেতৃতিত্বে ইউনিয়নের মেম্বারা ভাগবাটোয়ারা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজীর বাড়ির সামনে মক্তবে রাখা চাউল তারা আত্মসার্থ করে বাজারে দোকানদারের কাছে বিক্রি করে। এলাকাবাসী ও চাল বঞ্চিত জেলেরা জানায়, হানারচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১হাজার ৭শত ২জন ছেলেদের মাঝে ৪র্থ কিস্তির চাল দেওয়ার জন্য ভারাপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজী সিএসডি গোডাউন থেকে আনার পর ইউনিয়ন পরিষদে না নিয়ে কৌশলে তার বাড়ির সামনে মক্তবে এনে রাখে। সেখান থেকে বিতরণ করার কথা বলে, বুধবার ও বৃহস্পতিবার জেলেদেরকে ৪০ কেজি চালের জায়গায় ২০-২২ কেজি চাল দেয়। সব জেলেদেরকে চাল দেওয়ার পর ৬০ বস্তা চাল উদ্বৃত্ত হওয়ায় প্রকাশ্যে দুপুরে ভারাপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজী নিজে ৩০ বস্তা আত্মসার্ত করে অন্য জায়গায় বিক্রি করে ফেলে। বাকী ৩০ বস্তা ১নং ওয়ার্ডের মেম্বার আহসান বেপারী ৪নং ওয়ার্ডের খলিল গাজী ৫নং ওয়ার্ডের আবুল বেপারী ৯নং ওয়ার্ডের গোলাম আলী, ৮নং ওয়ার্ডের অলি মিজি বস্তা বদল করে প্লাষ্টিকের বস্তায় চাল ঢুকিয়ে তা তড়িঘরি করে নিয়ে যায়। এব্যাপারে ভারাপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সব জেলেদেরকে চাল দেওয়ার পর ৫ বস্তা চাল উদ্বৃত্ত হয়েছে। সেগুলো লেবারদেরকে বিতরণ করা হয়। চাল আত্মসার্থের ঘটনাটি ভিত্তিহীন।
শিরোনাম:
শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।