স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর মেঘনা নদীতে শাহ সিমেন্ট বাহী আল্লাহ সর্বশক্তিমান নামে একটি ট্রলার প্রচন্ড স্রোত ও ঢেউয়ের তোপে পড়ে তলা ফেটে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মীমারা চর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বর্ষা মৌসুমে মেঘনা নদীতে প্রচন্ড স্রোতে মাত্রারিক্ত ঘূর্ণিপাকে ঢেউয়ের সৃষ্টি হয়। নদীর পানি ঘূর্ণিপাকে পড়ে বেশ কিছু মালবাহী ট্রলার, জেলে নৌকা নিমজ্জিত হয়েছে। তেমনি মুন্সিগঞ্জ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরী থেকে আল্লাহ সর্বশক্তিমান একটি ট্রলার ৩১শ বস্তা শাহ সিমেন্ট নিয়ে পয়শার হাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মীমার চরে আসলে প্রচন্ড স্রোতে ও ঢেউয়ের তোপে ঘূর্ণিপাকে করে ট্রলারের তলা ফেটে গিয়ে পানি উঠতে থাকে। পরে ট্রলারটি শাহ সিমেন্ট নিয়ে পানিতে নিমজ্জিত হয়। খবর পেয়ে, ঢাকা হাসাইল থেকে ট্রলার মালিক ঘটনাস্থলে এসে ট্রলারটি উদ্ধার করার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে প্রতক্ষ্যদর্শী কয়েকজন জেলে জানায়, ষ্টীলবডি ট্রলারটি তার ধারণ ক্ষমতা থেকে বেশি সিমেন্ট আনার কারণে ট্রলারের তলা ফেটে পানিতে নিমজ্জিত হয়। এতে কয়েক লক্ষ টাকার সিমেন্ট ক্ষতি সাধন হয়েছে। ষ্টীলবডি ট্রলারের সুকানী ও মাষ্টারের গাফলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে।