মতলব উত্তর :মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী গাজীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) এম. রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ এরফান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ছাইফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গিয়াসউদ্দিন ইবনে রহমান, এলজিইডি প্রকৌশলী এটিএম রবিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও কলাকান্দা ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, যোবায়ের আজিম স্বপন পাঠান, দেলোয়ার হোসেন দানেশ, একেএম শরীফ উলা সরকার, আজমল হোসেন চৌধুরী, দেওয়ান মোঃ আবুল খায়ের, ইঞ্জিনিয়ার আবুল কালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আহম্মেদ, আনসার বিডিপি’র মাহমুদা আক্তার মুক্তা।
আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) এম. রফিকুল ইসলাম বলেন, মতলব উত্তরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। মামলা-মোকদ্দমা তুলনামূলক কম। বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে। তবে সারা দেশের তুলনায় মতলব উত্তরের অবস্থা ভালো। এ উপজেলা কয়েকটি জেলার সীমানা হওয়ায় মাদকের ব্যবহার বেড়ে গেছে। যা উদ্যেগজনক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রসাশনকে আরো উদ্যোগী হতে হবে। মাদক আমরা রুখবোই।
তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য ওসি কে নির্দেশ প্রদান করেন। প্রয়োজনে কমিটি পুন: করার জন্য বলেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রম থাকলে ছোট-খাট মামলা মোকদ্দমা নিরসন হয়ে যায়। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ইভটিজিং, মাদকসেবী, পারিবারিক কলহ থেকেই বড় ধরনের সংঘর্ষ হতে পারে। মাদক নিয়ন্ত্রণসহ পূর্বাঞ্চলের অপরাধ দমনে শ্রীরায়েরচরে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উপজেলা সমন্বয় কমিটির সভায় তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের অনেক অর্জন রয়েছে। চাঁদপুর-২ আসনেও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু তা সঠিক ভাবে প্রচার হয়নি। প্রশাসন ও নেতা-কর্মীদের সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের ব্যবস্থা করতে হবে। সবাই মিলে প্রচার না করলে সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সবাইকে নজরদারি বাড়াতে হবে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।