স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের কিছু প্রতারক চক্র নারী ও যুবতী স্থানীয় বিত্তবান ব্যবসায়ী এবং অসহায় যুবকদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দেখা করার নাম করে ডেকে নিয়ে ছিনতাইকারীদের সাথে আত্তাত সম্পর্ক রেখে মুক্তি পন দাবী করে টাকা ও সর্বস্ব হাতিয়ে নেবার গুরুতর অভিযোগ পাওয়া গেছে । সপ্রতিকালে শহরের বিভিন্ন হোটেলে পাড়া মহল্লায় ও অজপাড়া গায়েঁ প্রতারিত যুবকদেও আটকে রেখে মুক্তি পনের টাকা তুলে নেবার ঘটনা ঘটেছে।তেমনি ছলনাময়ী নারী সামছুন নাহার কলি চাদপুরের এক অসহায় যুবকে প্রেমের ফাদেঁ ফেলে নারায়ানগঞ্জের গাবতলী মাসদাইর পুকুরপাড়স্থ এক বাসায় ফোন কওে নিয়ে আটকে রেখে সর্বস্ব লুট করে নিয়েছে । এঘটনায় ভুক্তভুগি যুবক অভিযুক্ত ছলনাময়ী নারী কলি ও তার স্বজনদেও আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করে । ঘটনার বিবরনে জানা যায় প্রতারক কলি মঠখোলার শিলন্দিয়ার হোমিও ডাক্তার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন ছেলের সাথে পরক্রীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এঘটনা তার শশুর বাড়ীতে জানাজানি হলে স্বামী স্ত্রীর মাঝে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। কলি স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সে সুস্থ হয়ে বাবার বাড়ী নারায়নগঞ্জে চলে যায়। তার পর থেকেই শুরু হয় পরক্রীয়া প্রেমিকদের সাথে প্রতারনার নাটক। চাঁদপুরের স্বনাম ধন বিত্তবান এক যুবকের সাথে বন্ধুতের সম্পর্ক গড়ে তুলে । কিছুদিন পূর্বে প্রতারক ছলনাময়ী নারী সামছুন নাহান কলি তার মোবাইল ফোন থেকে যুবকে ফোন করে নারায়নগঞ্জে তার বাড়ীতে আসতে বলে । যুবকটি ব্যবসায়ীক কাজে ঢাকা গিয়ে ফেরার পথে কলির ফোন পেয়ে নারায়নগঞ্জে তার সাথে দেখা করতে যায় । প্রতারক কলি যুবকে বিয়ে করার প্রস্তাব দিলে সে রাজী না হওয়ায় স্থানীয় সস্ত্রাসী ছিনতাইকারী দের নিয়ে তাকে বদ্ধ ঘরে আটকে রেখে সর্বস্ব লুট করে নেয়। প্রতারিত যুবক কৌশল খাটিয়ে দরজা ভেঙ্গে পালিয়ে চাঁদপুর আসে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়। ডাক্তারী সদনপত্র নিয়ে সে প্রতারক দের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। তাদের পক্ষ হয়ে দালাল চক্র পুলিশকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দেয়। প্রতারিত যুবকে মোবাইলে প্রাননাশের ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়ায় অবশেষে সে থমকে যায়। এভাবেই চাঁদপুরে এসকল প্রতারক য়ুবতীরা সাধারন মানুষ দের প্রেমের ফাদেঁ প্রতারনা করছে। প্রিয় পাঠক, প্রতারক সামছুন নাহার কলির সকল ঘটনা প্রমান সরূপ ফোন কল লিষ্ট ,ফেসবুক আইডি ,মোবাইলে প্রেরিত ম্যাসেজ সাংবাদিক দের কাছে রক্ষিত আছে । পযার্য়ক্রমে ধারাবাহিক ভাবে তা প্রকাশিত হবে।