ধর্ষন মামলা থেকে বাঁচতে -অটো রিকসা যৌতুকের বিনিময়ে
চাঁদপুরে প্রতিবন্ধিকে ধর্ষন : অত:পর বাল্য বিয়ে
স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকায় ৮ম শ্রেনীতে পড়–য়া এক অর্ধ প্রতিবন্ধি কিশোরীকে জোর পূর্বক ধর্ষন করার পর ধর্যন মামলা থেকে বাচঁতে অটো রিকসা যৌতুকের বিনিময়ে কিশোরিকে বাল্য দেওয়া হয়েছে, বলে জানা গেছে।
এ বিয়ের ঘটনা টি ঘটেছে, মঙ্গলবার দুপুরে শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকায় আ: জলিল সরকারের বাড়িতে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন, প্রতিবন্ধি কিশোরির বোন সুমি বেগম ও সাবেক কমিশনার আলি আহমেদ সরকার। সুমি জানান,২লাখ ৫০ হাজার টাকা দেন মোহর ধার্য করে ,৫০হাজার টাকা উসুল এর মাধ্যমে বিয়ে হয়। সাগরকে ১লাখ ৫০হাজার টাকায় একটি অটো রিকসা কিনে দেওয়া হবে। গত শনিবার রাতে শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমির ৮ম শ্রেনীর ছাত্রী প্রকৃতির সাড়া দিতে যাওয়ার সময় একই এলাকার শাহজাহানের ছেলে সাগর (২৫) জোর পূর্বক প্রতিবন্ধি কে ধর্যন করে। পুলিশ তাকে এক দিন পর আটক করলে ও ২পরিবারের সমজোতার কারনে সাগরকে ছেড়ে দেয়। পৌর ৭নং ওয়ার্ডের বাল্য বিয়ে পড়ানো কাজী রফিকুল ইসলামের সাথে ০১৯২৩০২৯৯৯৮ যোগা যোগ করা হলে,তিনি জানান, ২লাখ ৫০ হাজার টাকা দেন মোহরে বিয়ে হয়েছে। জন্ম নিবন্ধনে ১৯ বছর আছে বলে এলাকার কমিউনিটি পুলিশ সভাপতি জয়নাল সর্দার জানিয়েছে। তিনি নিজে বিয়েতে স্বাক্ষী ও হয়েছে। ছেলের জন্ম নিবন্ধন পাইনি।
ঘটনার প্রত্যাক্ষদশীর্ মিনু বেগম জানান, ক্লাব রোড এলাকার আ: জলিল সরকারের মেয়ে (ছদ্ম নাম) মনি আক্তার (১৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে নামে । এ সময় হঠাৎ শাহজাহানের ছেলে সাগর হোসেন রাস্তা দিয়ে যাওয়া সময় জলিল সরকারের মেয়ে (ছদ্ম নাম) মনি আক্তার (১৪) কে দেখতে পেয়ে জোর পূর্বক তার বসত ঘরে নিয়ে তার শরীরের কাপড় খুলে ফেলে তাকে তার ইচছার ধর্ষন করে। তাৎক্ষনিক প্রতি বন্ধির চিৎকারে এলাকাবাসি ছুটে এসে সাগরকে আটক করে ঘরে বেধে রাখে। প্রতিবন্ধির বোন সুমি বেগম চাঁদপুর মডেল থানান অফিসার ইনচার্জ মামুনুর রশিদকে ঘটনাটি জানান। তার নিদের্শে মডেল থানার এস আই মো: মাহবুবুর রহমান মন্ডল রাত ১১টায় ঘটনস্থলে যায়। ততক্ষনে সাগরের অভিভাবকরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এস আই মাহবুব মন্ডল জানান,পরে উভয় পরিবার এক মত হয় সাগরের সাথে মনি আক্তারের বিয়ে দেওয়া হবে। যার ফলে তিনি চলে আসেন। দীর্ঘ সময় পার হওয়ার পর বিয়ে না হওয়ায় পুলিশ সাগরকে আটক।