অভিজিত রায় ॥ চাঁদপুরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান এর মাধ্যমে ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা: দীপু মনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুস সবুর মন্ডল। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান , প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, ফিজিওথেরাপী কনসালটেন্ট ডা: কামরুজ্জামান, ফরিদগঞ্জ ডা: প্রিতম সহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাগন। উল্লেখ্য এ ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইনের ভ্যানটি ১ কোটি টাকার ব্যায়ে চাঁদপুর ও কুমিল্লার জন্য বাংলাদেশ সরকার প্রদান করেছে। এই উদ্বোধনের মাধ্যমে আগামী ১৬ ও ১৭ জানুয়ারী মতলব দক্ষিন উপজেলা মিলনায়তনে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। ১৮ ও ১৯ জানুয়ারী মতলব উত্তর উপজেলা মিলনায়তনে কচুয়া আশেকআলী উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ , ২৪ ও ২৫ জানুয়ারী ও সর্বশেষ ২৬,২৭ ও ২৮ জানুয়ারী প্রতিবন্ধ্যীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী জানান, প্রতিদিন গড়ে ১শ প্রতিবন্ধী রোগীকে সেবা প্রদান করার টর্গেট নিয়ে আমরা কাজ শুরু করেছি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।