সোমবার (৩ এপ্রিল) রাতে তিনি আরো জানান, আটক হওয়া বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, মাজহারুল ইসলাম সফিক তার নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। যেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকার এবং ১/১১ সরকারের সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলা তুলে ধরে আপত্তিকর মন্তব্য করেন।
এমন বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়লে পোস্টদাতা মাজহারুল ইসলাম সফিককে আটক করা হয়। তবে সোমবার রাত ৮টা পর্যন্ত তার বিরুদ্ধে হয়নি।