চাঁদপুর: বাংলাদশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় জাকারিয়া খান (২০) নামে হেফাজত সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ এপ্রিল) চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেন। জাকারিয়া খান চাঁদপুর শহরের কবরস্থান রোডের মুসলিম খানের ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানাগেছে, আজ সোমবার হেফাজত সমর্থক জাকারিয়া খান, পিতা- মুসলিম খান, মাতা-সালেহা বেগম, সাং-কবরস্থান রোড, ওয়ার্ড-৭, থানা ও জেলা- চাঁদপুর তাহার ফেসবুক একাউন্ট Khan Jakaria থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিলে জেলা গোয়েন্দা শাখা চাঁদপুর কর্তৃক তাকে লক্ষীপুর, রামগঞ্জের একটি মাদ্রাসা হতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/