চাঁদপুর: চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
সূচনা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরসহ সারাদেশে এখন একটি ক্রিটিক্যাল সময় চলছে। বিশেষ করে বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ আমাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আমাদের সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে। আমি জানি অনেক মানুষই এই লকডাউনে অনেক কষ্টে জীবনযাপন করছেন। কিন্তু আপনাকে আগামী দিন বেঁচে থাকতে, আত্মীয়স্বজনকে দেখতে, সবাইকে রক্ষা করতে হলে একটু কষ্ট করতেই হবে।
তিনি বলেন, করোনা এবং রমজানকে পুঁজি করে কিছু লোক সাধারণ জনগণকে ঠকানোর চেষ্টা করছে বিভিন্নভাবে।
জেলা প্রশাসক বলেন, চারটি মোবাইল কোর্ট এখানে দিনরাত কাজ করছে। এছাড়া উপজেলাগুলোতেও উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে। আমাদের এই কোর্টগুলো সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, ভেজালদ্রব্য ধরা ও বাজার মনিটরিংসহ বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে। এ সকল কাজে এবং গত দুমাস নদীতে জাটকা নিধন রোধে আমাদের সাথে ছিলেন চাঁদপুর প্রেসক্লাব এবং সাংবাদিকগণ।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের এই সময়ে ত্রাণ তৎপরতা তথা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেক পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের জন্যে অর্থ বরাদ্দ মিলেছে। প্রতিটি ইউনিয়নের জন্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং পৌরসভাগুলোর জন্যে শ্রেণি অনুপাতে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভিজিএফ কার্ডধারী যারা আছেন, তারা চালের পরিবর্তে নগদ টাকা পাবেন।
ডিসি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিজনকে খামের মধ্যে ‘মুজিববর্ষ ও করোনাকালীন সময়ের উপহার’ প্রদান করার জন্যে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। এজন্যে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। দুঃস্থ, অসহায় ও কর্মহীন ব্যক্তি ছাড়া অন্য কেউ যেনো এই অর্থ না পায় সেদিকে দৃষ্টি রাখার জন্যে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর উপহার অপব্যবহার তথা দুঃস্থদের হাতে না দিয়ে অন্যদের হাতে যদি যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আশা করেন, এ রকম কিছু চাঁদপুরে হবে না। এ বিষয়ে জনপ্রতিনিধিগণ এবং দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
সভায় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ, বিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ, মতলব উত্তরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক বক্তব্য রাখেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/