কুমিল্লা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল (শনিবার) কুমিল্লা সফর করবেন। এ উপলক্ষে পুরো কুমিল্লা নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
সফরকালে তিনি ২৬টি প্রতিষ্ঠানের নামফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুটি জনসভায় ভাষণ দিবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মুরাদনগরে গ্যাসকূপ খনন উদ্বোধন ও জনসভা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে প্রথমে মুরাদনগর উপজেলায় শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাস কূপ খনন এবং ১.৫ কিলোমিটার আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে তিনি গ্যাস কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে তিনি মুকলিশপুর গ্যাস ক্ষেত্রের মূল ফটকের বিপরীত দিকের ফসলি মাঠে বিস্তৃর্ণ এলাকাজুড়ে প্রায় দুই লক্ষাধিক মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন মাঠে নির্মিত জনসভাস্থলে ভাষণ দেবেন।
মুরাদনগর জনসভা মঞ্চ প্রস্তুত:
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ওই মাঠে প্রায় সাড়ে ৪ লাখ ইট দিয়ে আধাপাকা জনসভা মঞ্চ তৈরি করা হয়েছে। তারই পাশে ২টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। এছাড়া সভাস্থলের চতুর্পাশে দুই স্তরের বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে দীর্ঘদিনের জরাজীর্ণ কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কটিতে চলছে জোড়াতালির কাজ এবং অন্যান্য সড়কগুলোতেও সংস্কার করা হয়েছে। এছাড়া সড়কের উভয় পাশের আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। নানা রঙে রাঙানো হচ্ছে জনসভাস্থলের আশপাশের এলাকা।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে মুরাদনরগ নবীনগর সড়কের কোম্পানীগঞ্জ থেকে মুকলিশপুর হেলিপ্যাডস্থল পর্যন্ত প্রায় শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। অপরদিকে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এবং সভাস্থলের আশপাশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোসহ বিভিন্ন বাণীতে তাদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও ফ্যাস্টুন সাঁটিয়েছেন।
নবনির্মিত নজরুল ইনস্টিটিউট ভবনের উদ্বোধন:
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা নগরীতে এসে পার্ক রোডে নবনির্মিত নজরুল ইনস্টিটিউট ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এ সময় আরও উপস্থিত থাকবেন, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সদর সাংসদ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
টাউনহলে স্থাপিত ২৪টি প্রতিষ্ঠানের ফলক উন্মোচন:
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা টাউনহলে স্থাপিত ২৪টি প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করবেন।
বিকেলে টাউনহলে জনসভা:
বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
টাউনহলে জনসভা মঞ্চটি নৌকার আঙ্গিকে তৈরি করা হয়েছে। জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, রেল মন্ত্রী মুজিবুল হক মুজিব, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংসদ আফম মোস্তফা কামাল (লোটাস কামাল), সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল, সাংসদ তাজুল ইসলাম, সাংসদ আব্দুল মতিন খসরু এবং সদর সাংসদ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ জেলা আ’লীগের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো ব্যানারে ছেয়ে গেছে নগরী:
শনিবার কুমিল্লা টাউনহলে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে টাউনহল, তার আশে-পাশের বহুতল ভবন, মাকের্টের দেয়াল, নজরুল ইনস্টিটিউটের সামনে, পার্কে ও এর সামনে সার্কিট হাউজের সামনে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শুভেচ্ছা সম্বলিত ব্যানার।
শুক্রবার পর্যন্ত সদর সাংসদ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো শুভেচ্ছা সম্বলিত ব্যানার ছাড়া অন্য কোনো সাংসদ কিংবা মন্ত্রীর কোনো ব্যানার ছিলনা। শুধুমাত্র সদর সাংসদ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো শুভেচ্ছা সম্বলিত ব্যানার ছাড়া অন্য সাংসদ ও মন্ত্রীর ব্যানার খুলে ফেলা হয়েছিল।
নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে নগরী:
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে কুমিল্লা নগরী। বিশেষ করে কুমিল্লা টাউনহল, পার্ক রোড, কুমিল্লা স্টেডিয়াম রোড, জিলা স্কুল রোড, পিডব্লিউডি রোড, ঈদগাহ রোড, কুমিল্লা প্রেস ক্লাব রোড, সার্কিট হাউজ রোড, কান্দিরপাড় রোড নিরাপত্তার চাঁদরে ঢাকা পড়েছে।
এছাড়া নগরী জুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পেয়েছে। জনসভার দিন বৈশাখী রেস্টুরেন্ট হতে ঈদগাহ মোড় হয়ে লির্বাটি চত্বর এবং ধর্মসাগর সংলগ্ন পৌর পার্কের মূল গেইট হতে ঈদগাহ মোড় হয়ে কুমিল্লা হাই স্কুল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্ব সাধারষের চলাচল বন্ধ থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, মুরাদনগর ও কুমিল্লা জনসভাস্থল, নজরুল ইনস্টিটিউট এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ২ হাজার পুলিশ, ১০৮ জন র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে।
কুমিল্লাকে বিভাগ করার দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে:
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুমিল্লা সফরকে কেন্দ্র করে কুমিল্লাবাসীর মনে আশার সঞ্চার জেগে ওঠেছে । তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ ঘোষণা দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘ ৫০ বছরের দাবি পূরণ করবেন। কুমিল্লাকে বিভাগ বাস্তবায়নের দাবি জানাবে কুমিল্লা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও কুমিল্লা বিমানবন্দর চালু, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ, কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবিও জানানো হবে বলে দলীয় সূত্রে জানা যায়।