মিজানুর রহমান রানা
শেখ হাসিনার জন্মদিন ও তরুণ লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা তরুণ লীগের আয়োজনে রোববার জেলা কার্যালয়ে কেক কাটা, র্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তরুণ লীগের সভাপতি শেখ শরীফের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় মোবাইলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য সুজিত রায় নন্দী। এ সময় তিনি বলেন, আমাদের সংগ্রাম হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায়। আমরা এ সকল বাধা-বিঘœ ও ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই। আমি আশা করছি এই কাজে তরুণ লীগ অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, যুগ্ম আহ্বায়ক ঝণ্টু দাস, মোহাম্মদ আলী মাঝি, মাহফুজুর রহমান টুটুল, ফেরদাউস মোরশেদ জুয়েল, চাঁদপুর জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক কিশোর সিংহ রায়, মতলব দক্ষিণ উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক মো. মমিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা, উপজেলা তরুণ লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ জন্মদিনের বিশাল কেক কাটেন।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।