প্রধানমন্ত্রীর টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়। তিনি বলেছেন, ‘ছাত্রলীগ দেশকে যেভাবে নিয়ে গেছে তাতে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীত্ব থাকে কি না সন্দেহ আছে। শেখ হাসিনাকে শুধু প্রধানমন্ত্রীত্ব থেকে নয় দেশ ছেড়েও চলে হতে পারে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে দিয়ে যে অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলা দেয়া শুরু করেছে তা পাকিস্তানী হানাদার বাহিনীকেও হার মানায়।’
তিনি বলেন, ‘পুলিশ ব্যবহার করে আন্দোলন দমানো যাবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে আন্দোলন সফল হয়েছে। তার প্রমান ৫ জানুয়ারীর নির্বাচন। যে নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যায়নি। বর্তমান সংসদে যারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন তারা কেউই সংবিধান অনুযায়ী নির্বাচিত সাংসদ নন।’
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার প্রমান উপজেলা নির্বাচন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে সরকার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।’
বিএনপির এ প্রবীণ নেতা আরও বলেন, ‘দেশের বর্তমান অবস্থা বিদ্যমান থাকলে দেশে কোনো গণতন্ত্র থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জোর দিয়ে বলেন, ‘সরকার বিদ্যুৎ, করিডোর, তিস্তার পানি ভারতকে দিচ্ছে। এটা করা চলবে না। তাই দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোকলেস তালুকদারের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান তারেক-এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি,মক্কা মহানগর বিএনপি’র সভাপতি-ফেরদৌস চৌধুরী মিঠু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি- মারুফ আল হাসান,সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায় তরুণ রাজনীতিবিদ- আমিনুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের গণসংযোগ বিষয়ক সম্পাদক- শামছুল আলম রানা, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সদস্য- মোঃ সাইদুর রহমান সোহেল, তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের- সাধারণ সম্পাদক- সুলতান মাহমুদ পলাশ,সিনিয়র সহ-সভাপতি- লৎফর রহমান বাদল,সঞ্জয় চক্রবর্তী মানিক,আসাদ পারভেজ,ইয়াসিন আরাফাত রবিন,যুগ্ম সাধারণ সম্পাদক- আশিকুজ্জামান আশিক,শোয়েবুল আলম শোয়েব,মোঃ মিঠুন,দপ্তর সম্পাদক- এম.জে সৌরভ,সহ-আন্তর্জাতিক সম্পাদক- জাফর ইকবাল, মোঃ আরিফ হোসেন, সহ-অর্থ সম্পাদক- আলী আকবর রাজন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- এ.কে সাদী, ক্রীড়া সম্পাদক- আক্তারউজ্জামান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক- ঈমাম হাসান, সদস্য- মোহাম্মদ আলী দেলোয়ার, রাশেদুল কবির, মিজান, সাদ্দাম, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা- রানা, ইমরান, শামীম, শাকিল প্রমূখ