স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ৭১তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল বের করা হয়েছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আতাউর রহমান পারভেজ বলেন, জননেত্রী শেখ হাসিনা রহিঙ্গাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়ে সারা পৃথিবির মানুষের কাছে মানবতার নেত্রী হিসেবে প্রসংশিত হয়েছেন। নির্যাতিত লাখ লাখ রহিঙ্গা জনগোষ্টির সমস্যা সমাধানে তিনি জাতিসঙঘে যে ভাষন দিয়েছেন তার ভাষন বিশ্ব নেতৃবৃন্দের বিবেককে মানবতার পক্ষে জাগ্রত করেছে। তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্থাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।
পারভেজ করীম বাবু বলেন, রহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি-জামাত জোট সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় চালিয়ে ব্যার্থ হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার বলিস্ট নেতৃত্বে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণী পেশার মানুষ রহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। যার ফলে রহিঙ্গাদের সমস্যা সমাধানে খাদ্য-বস্ত্র ও স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে। তিনি আলো বলেন, আগামী দিনে বিএনপি-জামাত জোটের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছে।
এইদিন আনন্দ মিছিল গিরে বিকেল ৩টার পর থেকে ছাত্রলীগের নেতারা বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য উপম পাটওয়ারী, পুরানবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান, শহর ছাত্রলীগের সহ-সভাপতি আরাফাত হোসেন, চাঁসক ছাত্রলীগের সহ-সভাপতি মুনসুর আহমেদ, সংগঠনিক সম্পাদক অপু পাটওয়ারী, দপ্তর সম্পাদক রনি প্রমুখ। এছাড়াও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর উদ্যোগে বাদজোহর শহরের বাসস্ট্যান্ড গৌরে-গরিবা জামে মসজিদে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র সুস্থাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।