স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলার নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছে। কওমী মাদ্রাসা শিৰা আইন ২০১৩ জাতীয় সংসদে পাস করা থেকে বিরত থাকা ও হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাসত্দবায়নের লক্ষ্যেই এ স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলার সভাপতি মাওলানা লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ মনির হোসেন, মাওঃ ইদ্রিস, হাফেজ ওমর ফারুক।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন কওমী মাদ্রাসা শিৰা কর্তৃপৰ ২০১৩ খসড়া নীতিমালাকে আইনে রূপানত্দরিত করার তৎপরতা অবিলম্বে বন্ধ এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হেফাজতে ইসলামের ১৩ দফা বাসত্দবায়ন করতে হবে। অন্যথায় দেশের সকল কওমী মাদ্রাসার পৰ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ ব্যাপারে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।