স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা পৃথিবীতে চিরদিন ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ গরিব দেশ হয়েও লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিতে এতটুকু কার্পণ্য করেনি। অসহায় রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা, নিরাপদ আশ্রয়সহ অন্যান্য মানবিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় শান্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছেন। তাই বিশ্বে আজ সকল সচেতন মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইতিহাসে শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়ার সামগ্রিক যোগ্যতা অর্জন করেছেন বলে জোরালো অভিমত উত্থাপিত হয়েছে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোন হানাহানি বা রক্তপাতের স্থান নেই। জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রতিবেশি দেশ মিয়ানমারের সাথে ইসলাম ধর্মের মর্মবাণীর সে দায়িত্বটিও যথাযথভাবে পালন করে তিনি বিশ্ব মুসলিম উম্মাহ্র কাছেও শান্তি এবং মানবতার কল্যাণের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিশেষভাবে সক্ষম হয়েছেন।
তিনি গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর, ২০১৭ খ্রিঃ) বাদ জোহর ফরিদগঞ্জ উপজেলাধীন পূর্ব ধানুয়া জামে মসজিদে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের পিতা মরহুম আবদুল ওহাব মিজির কুলখানি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়ায় এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আবদুর রহমান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহিন প্রমূখ। মরহুমের জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠানে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এবং গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম বেপারী এবং বিশেষ দোয়ায় মুনাজাত পরিচালনা করেন পূর্বধানুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ওমর ফারুক। পরে বিশিষ্ট ব্যক্তিগণ এবং এলাকাবাসী মরহুমের কবর জিয়ারত করেন। কুলখানি অনুষ্ঠানে উল্লেখ যোগ্য সংখ্যক লোকের সমাগম ঘটে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মাহ্ফুজুল হক, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক জিয়াউর রহমান বেলাল, ব্যবস্থাপনা সম্পাদক ও ফরিদগঞ্জ কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান , প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, বার্তা সম্পাদক মোঃ কামরুল ইসলাম, চীফ রিপোর্টার ডা: প্রভাষক শেখ মহসীন, মফস্বল ইনচার্জ মাওলানা মোঃ সাইফুল্লাহ, চীফ ফটোগ্রাফার মোঃ জাবেদ হোসেন, স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সুমন, দৈনিক চাঁদপুর বার্তা পত্রিকার মফস্বল সম্পাদক ও বিডি কারেন্ট নিউজ ২৪ ডক কম এর নির্বাহী সম্পাদক এস এম মহসীন, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রভাষক মোঃ মহিউদ্দিন, প্রেসক্লাব ফরিদগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক, পূর্ব ধানুয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজি, অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ উদ্দিন মিজি প্রমূখ।
উল্লেখ্য, পূর্বধানুয়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মরহুম কোব্বাদ আলী মিজির জ্যেষ্ঠ পূত্র মোঃ আবদুল ওহাব মিজি(৯৫) গত রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৫ পুত্র ও ২ কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাংখী রেখে যান।