অভিজিত রায় ॥
সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান করা হয়েছে। সার্কিট হাউজে সদর উপজেলা পরিষদের আয়োজনে ১৫জনের মাঝে চেক প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন মহিলা সংরক্ষিত আসন চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সংদস্য সদস্য অ্যাড. নূরজাহান বেগম মুক্তা। তিনি বক্তব্যে বলেন বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র দূরীকরনে অঙ্গীকারাবদ্ধ। সরকার দেশকে এগিয়ে নিতে প্রধান বাধা দারিদ্রকে দূর করতে সকল চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনের সাথে সাথে নারী ক্ষমতায়নে বিশ্বাসী। নারী সমাজে প্রতিষ্ঠা লাভ করতে হলে তাকে আর্থিকভাবে সাবলম্বী হতে হবে। আজকে যাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে তাদের বেশীর ভাগই নারী। সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে মধ্যে দেশ থেকে চিরতরে দারিদ্রকে দূর করার লক্ষে কাজ করে যাচ্ছে। আজ দেশের সকল মানুষের আয়ের ক্ষমতা বেড়েছে। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো, বিদ্যুৎ ও যোগযোগ খাতে অভীতপূর্ব উন্নয়ন করেছে। যা সকলের কাছে দৃশ্য মান। বিশ্বের সকল রাষ্ট্রের কাছে বর্তমান সরকারের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন উন্নয়নমূলক ও অমীমাংসিত চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এ সকল সফতালর মুলে রয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা আশ্রাফুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব এম এ হাসান লিটন, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিরর ফরিদা ইলিয়াছসক বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।