ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমনে এক মনোনয়ন প্রত্যাশীর পেস্টুন ছেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ করে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি সন্বলিত পেস্টুন ছেঁড়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পেস্টুন করায় কি তার অপরাধ ! এমন একটি পোষ্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
জানা যায়,আগামী ১ এপ্রিল চাঁদপুরে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী,জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা । তার আগমনকে কেন্দ্র করে চাঁদপুরে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে চাঁদপুরের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার,ব্যানার,পেষ্টুন ও তোরণের শহর চাঁদপুর বলা যায়। ইতি মধ্যে পোষ্টার,ব্যানার ও পেস্টুন লাগানো নিয়ে স্থানীয় পত্রিকাগুলোতেও সংবাদ প্রকাশ হয়েছে যে, অপ্রীতিকর ঘটনার সম্ভবনা রয়েছে। ইতি মধ্যে সরাসরি প্রকাশ না হলেও একে অপরের পাশাপাশি বা পোস্টার,ব্যানার ও লাগানোকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলেও তা মুখোমুখি হয়নি। এমন একটি মহুর্তে এখন এ ব্যানার পেস্টুনকে কেন্দ্র করে একজন মনোননয়ন প্রত্যাশীর লাইক পেজ আইডি থেকে পর পর ২দিন ২টি ষ্ট্যাটার্স দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
চাঁদপুর (মতলব উঃ,দঃ উপজেলার ) ২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আহসান গ্রুপের পরিচালক এম ইসফাক আহসান প্রধান মন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে তার নির্বাচনী এলাকায় ও চাঁদপুরে বেশ কিছু পেস্টুন,ব্যানার লাগান। তার লাগানো চাঁদপুর মতলব সড়কের ময়দানখোলা,মুন্সীরহাট,বাবুরহাট,মতলব দক্ষিণ সহ বিভিন্ন স্থানে কে বা কারা পেস্টুনগুলো ছিড়ে ফেলে । তাই তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইসবুক এম ইসফাক আলম নামক তার লাইক পেজ আইডি থেকে পর পর ২দিন ২টি ষ্ট্যাটার্স দিয়েছেন। তাতে প্রায় সাড়ে ৩ হাজার লাইক,প্রায় ২ শ’ কমেন্টস ও শতাধিক শেয়ার হয়েছে। গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১০ টায় পোষ্টকৃত ষ্ট্যাটার্সে কেন্দ্রীয় নেতাদের নাম উল্লেখ্য করে তিনি লিখেন,
ডাঃ দীপু মনি,মোঃ ওমর ফারুক চৌধুরী,এ.কে.এম এনামুল হক শামিম,মাহবুবুল আলম হানিফ,আবু নঈম দুলাল পাটওয়ারী,এস.এম জাকির হোসেন ও এস.পি চাঁদপুর।
জননেত্রী শেখ হাসিনার চাঁদপুরে আগমন উপলক্ষে ব্যানার,পেস্টুন লেখা যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী ! আমার অপরাধ এর কারনে আজকে নেত্রীর ছবি ছাড়া হয়েছে। এ লেখার নিছে তিনি ছেঁড়া ২টি পেস্টুনের ছবি দেন।
একই আইডি থেকে তিনি ২৪ মার্চ দিবাগত রাত ১২.৩৮ মিনিটে আরেকটি ষ্ট্যাটার্স পোষ্ট দেন। তিনি সেটি লিখেন গতকাল রাত থেকে খুব বিক্ষিপ্ত ও বিপর্যস্ত অবস্থায় আছি। এমন একটা ঘটনা ঘটেছে যা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এই বড় অনেক কিছুর পূর্বাবাস বহন করে । নানামুখী আশংকা ও দুঃচিন্তা নিজেকে গ্রাস করেছে।
মাননীয় প্রধান মন্ত্রী ,মাদার অব হিউমেনিটি,দেশ রতœ শেখ হাসিনা আগামী ১ এপ্রিল সফর করবেন। এই উপলক্ষে বঙ্গবন্ধুর কন্যাকে স্বাগত জানিয়ে এবং চাঁদপুর বর্তমান সরকারের অবদান সম্পর্কে জনগনকে অবহৃত করার জন্য আমি বেশ কিছু ব্যানার করি। অথচ গতকাল এইসব ব্যানারগুলো ছিঁড়ে ফেলে কিছু দুঃস্কৃতকারী । দুঃখের বিষয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত এই ব্যানারগুলো যেসব দুঃস্তৃতকারী ছিঁড়েছে । তার আওয়ামীগের রাজনীতির সাথে সম্পৃক্ত । যারা দেশ রতœ ছবি ছেঁড়ার দুঃসাহস দেখিয়েছে তারা কিভাবে আওয়ামীলীগের নেতা বা কর্মী হতে পারে এই প্রশ্নের উত্তর খূজে পাইনা। বঙ্গবন্ধুর কন্যাকে যারা সম্মান দেখাতে পারে না,যারা দলীয় প্রধানের ছবি ছিঁড়তে পারে তারা কিভাবে এ দল করে,তারা কিভাবে দলের পরিচয় দেয় ?
এমন ষ্ট্যাটার্স এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি এ ঘটনাকে কেন্দ্র করে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন মহুর্তেই এটি নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশংকাও রয়েছে।